অরেঞ্জ লাচ্ছি
![]() |
অরেঞ্জ লাচ্ছি |
উপকরনঃ
কমলা বা মাল্টার রসঃ ১কাপ
মাল্টাঃ ২ টী(ছোলা ফেলে ছোট করে কাটা)
দারচিনি গুড়োঃ ১/২ চা চামচ
চিনিঃ ২ টেবিলচামচ
টকদইঃ ২কাপ
ঠান্ডা পানি বা আইস কিউবসঃ ১/২কাপ
প্রণালীঃ
আইস কিউবস বাদে সব একসাথে ব্লেন্ড করে নিতে হবে।স্মুথ হবে।আইস কিউবস মিশিয়ে ১০ সেকেন্ড ব্লেন্ড করলেই হয়ে যাবে।
সাথে সাথে পরিবেশন করতে হবে।
No comments:
Post a Comment