
উপকরণ:
- দুধ এক কাপ
- পানি দেড় কাপ
- চা পাতা দুই চা চামচ
- চিনি তিন চা চামচ
- পুদিনা পাতা পাঁচ-ছয়টি
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি প্যানে পানি গরম করে তাতে চায়ের পাতা, পুতিনা পাতা ও চিনি
একসঙ্গে মিশিয়ে গরম করুন। এবার এতে দুধ দিয়ে মাঝারি আঁচে জাল দিন। পাঁচ
মিনিট পর যখন পুদিনা পাতার ঘ্রাণ বের হবে, তখন চুলা থেকে নামিয়ে চায়ের কাপে
ছেঁকে নিন। ব্যস, তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের পুদিনা পাতার দুধ চা।
(ধন্যবাদ)
No comments:
Post a Comment